
দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, নৌবাহিনীতে একটি যুগান্তকারী এবং উন্নতমানের অনন্য ড্রোন যুক্ত করা হয়েছে যা বিশ্বকে অবাক করে দেবে।
১১ ডিসেম্বর, বুধবার ইরানের পারস্য উপসাগরে অবস্থিত কিশ দ্বীপে দ্বাদশ আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনীর অবকাশে একথা জানান তিনি।
আলী রেজা তাংসিরি বলেন, ‘আইআরজিসি’র নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি করা এই ড্রোন বিশ্বকে বিস্মিত করে দেবে। এই ড্রোন নির্মাণের মধ্য দিয়ে মন্ত্রণালয়ের সাথে আমাদের সহযোগিতার দিগন্ত পাল্টে যাবে।’
এর আগে, গত জানুয়ারি মাসে আইআরজিসি এবং ইরানের সামরিক বাহিনী দেশের ভেতরে অন্তত ২০টি সামরিক মহড়ার সময় বিভিন্ন ধরনের ড্রোন ও প্রতিরক্ষা সামগ্রী ব্যবহার করেছে। এর এক মাস পরে ইরানের পদাতিক বাহিনী সর্বাধুনিক মানের কিছু অভিজাত কামিকাজে ড্রোন ও কম্ব্যাট ড্রোনের চালান হাতে পায়।
গত মার্চ মাসে ইরানের বিমান বাহিনীর প্রধান জানিয়েছিলেন, চলতি ফার্সি বছরের শেষ নাগাদ ইরানের সশস্ত্র বাহিনী নতুন প্রজন্মের কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবস্থা হাতে পাবে।
গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ইরানের সামরিক কুচকাওয়াজের সময় নজিরবিহীন সংখ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চার হাজার কিলোমিটার বেশি পাল্লার কামিকাজে ড্রোন প্রদর্শন করা হয়।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]