অভিষেক অনুষ্ঠানে শি জিনপিংকে হোয়াইট হাউজে আমন্ত্রণ ট্রাম্পের
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:১৩
অভিষেক অনুষ্ঠানে শি জিনপিংকে হোয়াইট হাউজে আমন্ত্রণ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে বৈরিতা ভুলে আগামী ২০ জানুয়ারী অভিষেক অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।


১১ ডিসেম্বর, বুধবার সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে জয়ের পরপরই নভেম্বরের শুরুতে ট্রাম্প শিকে আমন্ত্রণ জানিয়েছিলেন তবে চীনা প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা তা স্পষ্ট নয়।


ওয়াশিংটনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি। ট্রাম্প প্রশাসন জানুয়ারিতে হোয়াইট হাউজের অভিষেক অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশ্বনেতাকে অতিথি করার জন্য প্রস্তুতি নিচ্ছে।


সিবিএস নিউজ অনুসারে, চীনা কোম্পানি টিকটক বর্তমানে মার্কিন আদালতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করছে। গত সপ্তাহে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করছে।


উল্লেখযোগ্যভাবে, নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ৩১২ ইলেক্টোরাল ভোট পেয়ে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পরাজিত করার পর দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হন ট্রাম্প। যেখানে কমলা পান মাত্র ২২৬ ইলেক্টোরাল ভোট।


২০২০ সালে হেরেও হার মানতে অস্বীকার করেছিলেন ট্রাম্প। তবে সেখান থেকে ফিরে এসে ফের একবার হোয়াইট হাউজ দখল করতে চলেছেন তিনি। এর আগে এভাবে শুধুমাত্র একজন মার্কিন প্রেসিডেন্টই নির্বাচনে হেরে যাওয়ার ৪ বছর পরে ফের হোয়াইট হাউজের বাসিন্দা হয়েছিলেন।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com