
সিরিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধরত মার্কিন সমর্থিত কুর্দিশ সিরিয়ান ফোর্সেস (এসডিএফ) এবং তুর্কি সমর্থিত বিদ্রোহী গ্রুপের মধ্যে যদ্ধবিরতি চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন এসডিএফ কমান্ডার মজলুম আবদি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই দুই গ্রুপ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
১১ ডিসেম্বর, বুধবার রয়টার্সকে আবদি বলেন, ‘উত্তরাঞ্চল থেকে মানবিজ মিলিটারি কাউন্সিলের যোদ্ধারা যত দ্রুত সম্ভব ওই এলাকা থেকে সরে যাবে।’
গত তিন দিনে সিরিয়ার উত্তরাঞ্চলের মানবিজ এলাকায় সংঘর্ষে ২১৮ জন নিহত হয়েছেন।
এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বাশার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
ওই প্রস্তাব সম্পর্কে সিরিয়ার সাবেক কূটনীতিক বাসাম বারাবন্দি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘সিরিয়ায় বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের কয়েক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র সিরিয়ার সাবেক নেতা বাশার আল আসাদকে এই মর্মে প্রস্তাব পাঠায় যে, লেবাননে হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের জন্য ইরানকে সিরীয় ভুখণ্ড ব্যবহারে অসম্মতি দিলে, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তবে আসাদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।’
গত ২৭ নভেম্বর সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো আলেপ্পো এবং ইদলিব প্রদেশে বাশার বাহিনীর ওপরে বড় ধরনের হামলা চালায়। এরপর ৭ ডিসেম্বর সন্ধ্যার মধ্যে তারা আলেপ্পো, হামা, ডেরা এবং হোমসসহ বেশ কয়েকটি বড় শহর দখলে নেয়। এপর ৮ ডিসেম্বর বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখলে নিলে বাশার আল আসাদ দামেস্ক ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]