শিরোনাম
ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৩:০৪
ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাবেক পাক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) কার্যালয়ে হামলা চালানোর অভিযোগে শুক্রবার ইমরানসহ মোট ৭০ জনকে গ্রেফতারের এ নির্দেশ দেয়া হয়।

 

আদালত অনেক আগেই তাদের গ্রেফতারের নির্দেশ দিলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আদালতের নির্দেশ সত্ত্বেও ইমরানরা গ্রেফতার না হওয়ায় শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট পুলিশের তীব্র সমালোচনা করে।

 

সুপ্রিম কোর্টের নির্দেশ, ১৭ নভেম্বরের মধ্যে গ্রেফতার করতে হবে ইমরান খান, তাহিরুল কাদরি এবং আরো ৬৮ জনকে। ওই তারিখেই তাদের আদালতে পেশ করতে হবে বলেও নির্দেশ পাক সুপ্রিম কোর্টের। এছাড়া আদালতের গ্রেফতারের নির্দেশ কেন পুলিশ এখনও বাস্তবায়ন করেনি, তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

 

উল্লেখ্য, ২০১৪ সালের ১ সেপ্টেম্বর পিটিআই ও পিএটি’র কমপক্ষে ৪০০ জন সদস্য পিটিভি’র প্রধান অফিসে জোর করে ঢুকে পড়ে। সেসময় টেলিভিশনের দফতরে ভাঙচুর চালিয়েছিল বিক্ষোভকারীরা। পিটিভি’র কর্মীদের দফতর থেকে বের করে দেয়া হয়েছিল। ফলে কিছুক্ষণের জন্য পিটিভি নিউজ ও পিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ডন

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com