রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলার জবাব দেবে মস্কো: ল্যাভরভ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৮:৫৪
রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলার জবাব দেবে মস্কো: ল্যাভরভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন যে হামলা চালিয়েছে, মস্কো তার জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।


২৭ নভেম্বর, বুধবার রাশিয়ার রোসিয়াস্কিয়া গেজেটা পত্রিকাকে তিনি একথা বলেন।


ল্যাভরভ বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলাকে সংঘাত বাড়ানোর পদক্ষেপ বলে আমরা মনে করি। আমরা যত রকমের হুঁশিয়ারি দিয়েছি তা উপেক্ষা করার অগ্রহণযোগ্য পদক্ষেপ অবশ্যই উপযুক্ত জবাব পাবে।’


তিনি বলেন, রাশিয়ার নাগরিক এবং অবকাঠামোর ওপর হামলার পিছনে যারা জড়িত তারা ‘উপযুক্ত শাস্তির’ সম্মুখীন হবে। তিনি বলেন, ‘শত্রুদের কাছ থেকে আসা কোন হামলাই আমাদের লক্ষ্যচ্যুত করতে পারবে না।’


ল্যাভরভ অঙ্গীকার ব্যক্ত করেন, রাশিয়ার বিরুদ্ধে যেকোন নিরাপত্তা হুমকি নস্যাৎ করবে মস্কো। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগদানের বিষয়ে ইউক্রেনের আকাঙ্ক্ষাকেও রাশিয়া নিজের জন্য হুমকি বলে মনে করে।


এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বলেছে, ইউক্রেন গত ২৩ ও ২৫ নভেম্বর আমেরিকার সরবরাহ করা দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। রুশ সামরিক বাহিনী বলছে, ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। সূত্র: পার্সটুডে


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com