ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশেষে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত পেজার (ওয়্যারলেস ডিভাইস) বিস্ফোরণের দায় স্বীকার করেছেন।
১০ নভেম্বর, রবিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলি সরকারের মুখপাত্র ওমর দোস্তরি।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে পেজার বিস্ফোরণের আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। ইসরায়েলি সেনারা যাতে শনাক্ত করতে না পারে সে জন্য হিজবুল্লাহর সদস্যরা যোগাযোগের ক্ষেত্রে এই পেজারগুলো ব্যবহার করত।
ওমর দোস্তরি বলেন, নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে, তিনি লেবাননে পেজার অপারেশনের সবুজ সংকেত দিয়েছেন।’
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে লেবাননে এই পেজার বিস্ফোরণে ৪০ জন নিহত ও ৩ হাজারের বেশি মানুষ আহত হন। ওই ঘটনায় ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ ও ইরান। তবে তাৎক্ষনিক কিছু জানায়নি ইসরায়েল।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]