
দেশটির পূর্বাঞ্চলীয় ভেলেন্সিয়া অঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
৩০ অক্টোবর, বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
ভ্যালেন্সিয়া অঞ্চলে আকস্মিক বন্যার পর উদ্ধারকাজ শুরু হয়েছে। অঞ্চলটির প্রেসিডেন্ট কার্লোস মাসন জানিয়েছেন, চূড়ান্তভাবে কতজনের মৃত্যু হয়েছে এ পর্যায়ে সেই সংখ্যা জানানো ‘অসম্ভব’।
দেশটিতে টানা ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হচ্ছে, এতে বহু অঞ্চলজুড়ে বন্যার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বন্যার পানিতে সেতু ধসে পড়ছে এবং রাস্তা দিয়ে চলা পানির স্রোতের সঙ্গে অনেক গাড়ি ভেসে যাচ্ছে। আরেকটি ভিডিওতে লোকজনকে গাছ আঁকড়ে ধরে থাকতে দেখা গেছে, পানির তোড়ে ভেসে যাওয়া এড়াতে তারা এমনটি করছিল বলে মনে হয়েছে।
স্পেনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে স্থানীয় কর্মকর্তা মিলাগ্রোস তোলন জানান, জরুরি পরিষেবার কর্মীরা ড্রোন ব্যবহার করে ভয়াবহ বন্যাকবলিত শহর লেতুরের নিখোঁজ বাসিন্দাদের সন্ধান করছেন। তাদের খুঁজে বের করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেন তিনি।
রেডিও ও টেলিভিশন স্টেশনগুলো বন্যাকবলিত এলাকায় আটকে পড়া লোকজনের শত শত কল রিসিভ করছে বলে জানা গেছে। অনেকে তাদের প্রিয়জনদের খোঁজ পাচ্ছেন না, ফোনে এমনটি জানিয়েছেন।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]