
ইরানের তিনটি প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্য করে ১৪০টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলার পর মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধি পেতে পারে জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিকের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
বিবৃতিতে মুখপাত্র জানিয়েছেন, গুতেরেস জরুরিভাবে গাজা ও লেবাননে সমস্ত সামরিক কর্মকাণ্ড বন্ধ করতে সকল পক্ষের কাছে তার আবেদন পুনর্ব্যক্ত করেছেন। একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধ ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর এবং কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে সামরিক আগ্রাসন এবং হামাস ও হিজবুল্লাহর একাধিক নেতা ও কমান্ডার হত্যার জবাবে গত ১ অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রায় ২০০ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
তিন সপ্তাহেরও বেশি সময় পর ওই হামলার জবাবে ২৬ অক্টোবর, শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরান ও আরও কয়েকটি প্রদেশে একযোগে বিমান হামলা চালায় ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। হামলায় সবশেষ চার ইরানি সেনা নিহতের খবর পাওয়া গেছে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]