ইরানের পর সিরিয়াতেও ইসরায়েলের বিমান হামলা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১২:৫০
ইরানের পর সিরিয়াতেও ইসরায়েলের বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার সিরিয়াতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু’তে ক্ষেপণাস্ত্র হামলার পর সিরিয়াতে এ হামলা চালালো ইহুদীবাদী দেশটি। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


২৬ অক্টোবর, শনিবার ভোরেই সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলের কিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল।


বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়, ‘ইসরাইল-অধিকৃত গোলান হাইটস ও লেবানিজ অঞ্চলের দিক থেকে’ ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। এর আগে, শনিবার ভোরে সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশে বিস্ফোরণের খবর দিয়েছিল সানা।


কয়েক বছর ধরেই সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এই ধরনের অভিযানের মাত্রা বাড়িয়েছে দেশটি।


চলতি মাসের শুরুতে ইসরায়েলে ইরানের হামলার জবাবে শনিবার প্রতিশোধমূলকভাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। ইরানি সংবাদমাধ্যমগুলোও একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। এর আগে, ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তেহরান। হামলায় পশ্চিম তীরে একজন নিহত হন।


গত বছর ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে বছর পুরোনো গাজা যুদ্ধ এবং গত মাস থেকে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের তীব্র আক্রমণ একটি আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com