শিরোনাম
বাতাস ছাড়াও চলবে বায়ু-বিদ্যুৎ প্রকল্প
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ২৩:১০
বাতাস ছাড়াও চলবে বায়ু-বিদ্যুৎ প্রকল্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বায়ুশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে একটি বড় অগ্রগতি হয়েছে। বায়ুর প্রবাহ না থাকলেও বায়ু-চালিত বিদ্যুৎপ্রকল্প থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার প্রযুক্তি উদ্ভাবন করেছে জার্মানির একটি কোম্পানি।


জার্মানিতে স্থাপিত বিশ্বের প্রথম বায়ু-চালিত বিদ্যুৎ প্রকল্পে এই উদ্ভাবন সম্ভব হয়েছে।বায়ুপ্রবাহ না থাকলে কীভাবে এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হবে তার ব্যাখ্যা দিয়েছে এই প্রকল্প সংশ্লিষ্ট কোম্পানি জেনারেল ইলেকট্রিক (জিই)।


জিই’র প্রতিবেদন থেকে জানা যায়, বায়ুপ্রবাহের মাধ্যমে যখন বিদ্যুৎ উৎপাদন করা হবে তখন পানি একটি বিশাল ব্যাটারির মতো কাজ করবে। পানির তৈরি বিশাল ব্যাটারিতে সংরক্ষিত বিদ্যুৎ বায়ুপ্রবাহ না থাকলে ব্যবহার করা যাবে।


এই প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন করার জন্য প্রতিটি টাওয়ারের নিচে এক দশমিক ছয় মিলিয়ন গ্যালন পানি সংরক্ষণ করতে হয়।


বিবার্তা/মনোজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com