ভারতে ধসে পড়ল বহুতল ভবন, নিহত ১
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ২১:২১
ভারতে ধসে পড়ল বহুতল ভবন, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে পড়ে একজন নিহত হয়েছেন । এছাড়া ভবনের নিচে আরও অন্তত পাঁচজন চাপা পড়ে আছেন।


২২ অক্টোবর, মঙ্গলবার বেঙ্গালুরুর বাবুসপল্যায় নির্মাণাধীন ভবনটি ভেঙে যায়। গত সপ্তাহ থেকে সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছিল।


যেখানে ভবন ধসে পড়েছে সেখানে ইতিমধ্যে উদ্ধারকারীরা পৌঁছেছেন। ধ্বংসস্তূপ সরিয়ে ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা। এখন পর্যন্ত অন্তত তিনজনকে বাইরে নিয়ে আসতে সমর্থ হয়েছেন উদ্ধারকারীরা।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত এক সপ্তাহ সেখানে এতই বৃষ্টিপাত হয়েছে যে— বৃষ্টির প্রভাবে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।


এরমধ্যে ইয়ালেহাঙ্কা নামের একটি এলাকার অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের নৌকার মাধ্যমে উদ্ধার করতে হয়েছে।


নিচু এলাকার যেসব বাড়ি ও অ্যাপার্টমেন্টে পানি ঢুকেছে সেখান থেকে পাম্পের মাধ্যমে পানি বের করার চেষ্টা করা হচ্ছে।


ভারতের বিভিন্ন জায়গায় এবার অস্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। যার কারণে ঘটেছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। সূত্র: এনডিটিভি


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com