দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে একটি কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হন।
১১ অক্টোবর, শুক্রবার স্থানীয় পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান জানান, সশস্ত্র হামলাকারীরা খনিতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায়। এসময় তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে। হামলাকারীরা শ্রমিকদের এক জায়গায় জড়ো করে গুলি চালায় এবং খনির মেশিনপত্রও পুড়িয়ে দেয়।
ডুকির জেলা হাসপাতালে অন্তত ২০টি মরদেহ এবং ছয়জন আহত শ্রমিককে নিয়ে যাওয়া হয়েছে বলে চিকিৎসক জোহর খান শাদিজাই নিশ্চিত করেছেন।
এই হামলাটি এমন সময়ে ঘটলো যখন পাকিস্তান ইসলামাবাদে আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সম্মেলনে চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এতে অংশ নেবেন।
সম্প্রতি পাকিস্তানে নতুন করে সন্ত্রাসবাদের উত্থান দেখা যাচ্ছে। সম্প্রতি ৭ অক্টোবর করাচিতে একটি বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুজন চীনা নাগরিককে হত্যা এবং আরেকজনকে আহত করা হয়। এছাড়া, গত মাসে বেলুচিস্তানে শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়, যেখানে সাতজন পাঞ্জাবি শ্রমিক নিহত হন।
পাকিস্তানের সরকার এই হামলাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও দেশটির নিরাপত্তা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। সূত্র: রয়টার্স
বিবার্তা/এনএইচ