শিরোনাম
ফিল্ড মার্শাল হওয়া আর হলো না
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ২০:১২
ফিল্ড মার্শাল হওয়া আর হলো না
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করার জন্য যে পিটিশন দায়ের করা হয়েছিল তা খারিজ করে দিয়েছেন ইসলামাবাদ হাই কোর্ট। বিচারপতি আমির ফারুক গত বৃহস্পতিবার তার পর্যবেক্ষণে বলেন, এ বিষয়ে নির্দেশনা দেয়ার এখতিয়ার আদালতের নেই।


বিচারপতি ফারুক পিটিশন দায়েরকারী রাজা সাইমুল হকের কাছে জানতে চান যে, এমন কোনো আইন আছে কিনা যার আওতায় জেনারেল রাহিল শরীফকে কেন্দ্রীয় সরকার ফিল্ড মার্শাল পদে উন্নীত করার কথা বলতে পারে।


জবাবে সাইমুল হক বলেন, এ বিষয়ে সরকার নতুন আইন তৈরি করতে পারে।


তখন বিচারপতি ফারুক বলেন, সুনির্দিষ্ট কোনো আইন করার জন্য জাতীয় সংসদ বা আইন বিভাগকে আদালত নির্দেশনা দিতে পারে না।


পিটিশন দায়ের করার সময় এতে বলা হয়েছিল, জারবে আযবের মতো গুরুত্বপূর্ণ সামরিক অভিযান সফলতার সঙ্গে পরিচালনার জন্য ও দেশের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ জেনারেল রাহিল শরীফকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা উচিত।


পিটিশন দায়েরকারী আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন যে, জেনারেল রাহিল শরীফকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রিসভাকে নির্দেশ দেয়া হোক।


উল্লেখ্য, পাকিস্তানে একজনই ফিল্ড মার্শাল আছেন - আইউব খান। তিনি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ ও দেশের প্রেসিডেন্ট থাকাকালে (১৯৫৮-১৯৬৯) নিজেই নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন।


এদিকে আগামী ৩০ নভেম্বর সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের অবসরে যাওয়ার কথা। যদি তা-ই হয়, তাহলে গত দু' দশকের মধ্যে পাকিস্তানের প্রথম সেনাপ্রধান, যিনি মেয়াদপূর্তির পরপরই অবসরে গেলেন। তার পূর্বসূরি জেনারেল আশফাক পারভেজ কায়ানী ও জেনারেল পারভেজ মুশাররফের চাকরির মেয়াদ বাড়ানো (এক্সটেনশন) হয় আর জেনারেল জাহাঙ্গীর কারামতকে মেয়াদপূর্তির আগেই অবসরে পাঠিয়ে দেয়া হয়। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


বিবার্তা/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com