গাজায় মসজিদ-স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ২৪
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১৯:১৫
গাজায় মসজিদ-স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবার গাজা উপত্যকার একটি মসজিদ ও একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে। এ হামলার অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৯৩ জন।


৬ অক্টোবর, রবিবার ভোরের দিকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার মিডিয়া অফিস।


মিডিয়া অফিসের তথ্যমতে, ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল একটি মসজিদ ও একটি স্কুল, যেখানে বাস্তুচ্যুত মানুষরা আশ্রয় নিয়েছিলেন। আল-আকসা হাসপাতালের নিকটবর্তী দেইর আল-বালাহ এলাকার ওই মসজিদ এবং ইবনে রুশদ স্কুলে এ হামলা চালানো হয়।


গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, মসজিদে হামলায় নিহত হয়েছেন ২১ জন, বাকি ৩ জন নিহত হয়েছেন স্কুলে হামলার ঘটনায়। সেই সঙ্গে উভয় ঘটনায় আহত হয়েছেন ৯৩ জন।


আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবাইকে গাজার আল-আকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাসাল।


বিবার্তা/এনএইচ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com