আমাদের শত্রু একটাই : খামেনি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১৭:১৪
আমাদের শত্রু একটাই : খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, 'আমাদের শত্রু একটাই।'


৪ অক্টোবর, শুক্রবার দেশটির রাজধানী তেহরানে হাজার হাজার মুসল্লির সামনে জুমার খুতবায় তিনি এ কথা বলেন।


খামেনি বলেন, 'আমাদের শত্রুদের নেওয়া নীতিগুলো বিভাজন এবং রাষ্ট্রদ্রোহের বীজ দ্বারা রোপিত। তাদের উদ্দেশ্য সব মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করা। ফিলিস্তিনি, লেবানিজ, মিশরীয় ও ইরাকি এদের প্রত্যেকের শত্রু একই। তারা ইয়েমেনি ও সিরিয়ার মানুষদের শত্রু।'


ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও হিজবুল্লাহর অবস্থানে ইসরায়েলের ব্যাপক হামলার পর প্রথমবারের মতো জনগণের সামনে ভাষণ দিলেন খামেনি। এছাড়াও প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম জুমার খুতবা দিলেন তিনি।


খামেনির খুতবা শুনতে তেহরানে হাজার হাজার ইরানি জড়ো হন। তাদের কেউ কেউ হিজবুল্লাহর সবুজ ও হলুদ পতাকা প্রদর্শন করেন, আবার কারো কারো হাতে ছিল ফিলিস্তিনের পতাকা।


খামেনি যে মঞ্চে ভাষণ দেন, সে মঞ্চে ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর ছবি ও খামেনির ছবি পাশাপাশি রাখা হয়।


উল্লেখ্য, হিজবুল্লাহর নেতা নাসরুল্লাহ সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন। তিন দশকের বেশি সময় ধরে হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন তিনি।


খুতবার একপর্যায়ে খামেনি গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলা ও ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাকে 'আইনি ও বৈধ' বলে উল্লেখ করেন।


তিনি বলেন, আগ্রাসনকারীদের হাত থেকে প্রতিটি দেশ, প্রত্যেক মানুষের আত্মরক্ষার চূড়ান্ত অধিকার রয়েছে। মুসলিম দেশগুলোকে তাদের 'সাধারণ শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা' প্রস্তুত করতে হবে।


গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। চলমান এ হামলায় ৪১ হাজার ৭৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৬ হাজার ৭৯৪ জন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com