তাইওয়ানে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটে। এসময়ে সেখানে টাইফুন আঘাত হানায় উদ্ধারকাজ ‘আরো কঠিন’ হয়ে পড়ে।
৩ অক্টোবর, বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় পিংতুং কাউন্টির ডংগাং আন্তাই হাসপাতালে এ অগ্নিকাণ্ড হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।
স্থানীয় দমকল সংস্থা জানিয়েছে, পিংতুং কাউন্টিতে স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় এবং দুপুর ১টার কিছু পরই আগুন নেভানো সম্ভব হয়। আটজনকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও তারা মারা যায় এবং দুর্ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায়।
এদিকে এই অগ্নিকাণ্ডের দিনই টাইফুন ক্রাথন তাইওয়ানের দক্ষিণাঞ্চলে আঘাত করে। পিংতুং কাউন্টি সরকার জানিয়েছে, প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ‘আরো কঠিন’ হয়ে ওঠে।
একটি ছবিতে দেখা যায়, উজ্জ্বল লাল ও কমলা রঙের আগুন জ্বলছে এবং ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়েছে। আরেকটি ছবিতে দমকল বাহিনীকে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।
কাউন্টি সরকার জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে এবং দমকল বাহিনী এখনো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিবেদন মতে, ওই হাসপাতালের অন্তত ১৭৬ জন রোগীকে কাছাকাছি একটি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
সূত্র: এপি
বিবার্তা/এনএইচ/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]