জার্মানির কোলন শহরে বিস্ফোরণ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩০
জার্মানির কোলন শহরে বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর কোলনে একটি বিস্ফোরণ হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের হোহেনজলের্নরিং স্ট্রিটে একটি জনপ্রিয় নাইট ক্লাবের সামনে এই ভয়াবহ বিস্ফোরণ হয়।


বিস্ফোরণের পর ঘটনাস্থলে বড় ধরনের অভিযান শুরু করেছে জার্মান পুলিশ।


এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টার দিকে হোহেনজোলারনিং স্ট্রিটের একটি ভবনের নিচতলা বিস্ফোরণে কেঁপে উঠে। এতে একটি দোকানের সামনের অংশ এবং ডিসপ্লে জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়।


বিস্ফোরণের পরই শহরটির কেন্দ্রের রুডলফপ্লাৎজ ও ফ্রিজেনপ্লাৎজ অঞ্চলের মধ্যকার সংযোগ-সড়ক বন্ধ করে দেয়া হয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে জার্মান পুলিশ জানিয়েছে, বড় ধরনের অভিযান চলছে। এছাড়া জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছে পুলিশ।


এছাড়া, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com