রাশিয়ায় মিসাইল সরবরাহ ইউক্রেন যুদ্ধের অংশ নয়: ইরান
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৪
রাশিয়ায় মিসাইল সরবরাহ ইউক্রেন যুদ্ধের অংশ নয়: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের কাছ থেকে কয়েকশ স্বল্প দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাথ-৩৬০’ পেতে পারে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রুশ সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য ইরানে স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছেন।


গত মাসে রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করার পর থেকেই পশ্চিমা দেশগুলো সমালোচনা শুরু করে। বিশেষ করে যুক্তরাষ্ট্র বার বার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দেশটি বলছে, এর ফলে ইউক্রেন সংকট আরো মারাত্মক আকার ধারণ করবে। এবার ইরানের পক্ষ থেকে সে বিষয়ে জবাব দেওয়া হলো।


রাশিয়ায় মিসাইল সরবরাহ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের অংশ নয় বলে দাবি করেছে ইরান।


৮ সেপ্টেম্বর, রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান্নায়ি দেশটির সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি-ইরনায় এ কথা জানান।


রাশিয়ায় মিসাইল সরবরাহকে পাশ্চাত্যের সংবাদমাধ্যম সমালোচনা করার পর ইরান রাশিয়ায় মিসাইল সরবরাহের ব্যাখ্যা দিয়ে এ মন্তব্য করে তিনি।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরান রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের পক্ষে নয়। এ কথা ইরান বার বার বলে এসেছে।


নাসের আরও বলেন, আমরা চাই যুদ্ধের মাধ্যমে নয়, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সমস্যা রাজনৈতিকভাবে সমাধান হতে হবে, এটি ইরান আগেও বলেছে, এখনো বলে আসছে।


রাশিয়ায় স্বল্প দূরত্বের মিসাইল সরবরাহের পক্ষে নিজেদের অবস্থানের কথা তুলে ধরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের আগে থেকেই ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা অব্যাহত আছে। তারই ভিত্তিতে ইরান রাশিয়াকে স্বল্প দূরত্বের মিসাইল সরবরাহ করেছে।


তিনি পাশ্চাত্যের সমালোচনা করে বলেন, পাশ্চাত্য যে অভিযোগ করছে রাশিয়ার মিসাইল সরবরাহ করার উদ্দেশ্যে ইউক্রেনের বিরোধিতা, তা আসলে সত্যি নয়। এটি একেবারেই ভিত্তিহীন।


বিবার্তা/জেনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com