শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্প
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ১৪:১১
জাপানে শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। তাৎক্ষণিকভাবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পর্যন্ত পাওয়া যায়নি। অবশ্য পশ্চিম জাপানের বহু জায়গায় ফাটল ধরেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১১টার দিকে ৬ দশমিক ২ মাত্রার এই ভূকম্পন হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ততোরি প্রদেশের কুরায়াশি এলাকার ৮ কিলোমিটার দক্ষিণে, যার প্রভাবে পশ্চিমাঞ্চলের কিয়েতো, ওসাকা, শিগা, শিমানি প্রদেশে কম্পন অনুভূত হয়।


ভূমিকম্পে কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন শহরের অধিবাসীদের সতর্ক হয়ে চলাফেরার পরামর্শ দেয়া হয়েছে।


জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকের খবরে বলা হয়, আগাম বার্তা পাওয়ার পর ততোরির কাছাকাছি শিয়াম পারমাণবিক চুল্লির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।


জাপানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে ভয়াবহ ভূমিকম্পও অনেক সময় খুব একটা ক্ষয়ক্ষতি করতে পারে না।


উল্লেখ্য, ২০১১ সমুদ্রতলদেশীয় কম্পনে জাপানের উত্তর-পূর্ব উপকূল বিধ্বস্ত হয়ে যায়। প্রায় ১৮ হাজারেরও বেশি মানুষ নিহত এবং নিঁখোজ হয়ে যায়। গত এপ্রিলে, দুটি শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ জাপানে আঘাত হানে। শুধু তাই নয়, এর আফটার শকের সংখ্যা ছিল ১৭শ’রও বেশি। এতে নিহত হয় অর্ধশতাধিক। সূত্র: সিএনএন


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com