বন্যায় ভারতের গুজরাটে অন্তত ২৮ জনের প্রাণহানি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ১২:৫২
বন্যায় ভারতের গুজরাটে অন্তত ২৮ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

টানা ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে ভারতের গুজরাট রাজ্যের কয়েকটি এলাকা। বন্যায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।


২৯ আগস্ট, বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, গত রবিবার থেকে শুরু হয় টানা বৃষ্টি। রাজ্যটিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের ১০৫ শতাংশ হয়েছে গত কয়েকদিনে। বিপৎসীমা পার করেছে ১৪০টি রিজার্ভার ও বাঁধের পানি।


অজোয়া ও প্রতাপুরা রিজার্ভের পানি ছেড়ে দেয়ায় তা পড়েছে বিশ্বমিত্রি নদীতে। এর ফলে তলিয়ে গেছে আশপাশের গ্রাম ও শহরগুলো। ১০ থেকে ১২ ফুট পানির নিচে ডুবে আছে রাস্তাঘাট ও বাড়িঘর। অনেকেই আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে।


এদিকে আরো অন্তত দুই দিন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় জরুরি বিভাগের পাশাপাশি কাজ করছে দেশটির সশস্ত্র ও অন্যান্য বাহিনী।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com