শিরোনাম
ইরাকে সরকারি ভবনে হামলা
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ১৩:১৫
ইরাকে সরকারি ভবনে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরাকের কিরকুক শহরে একটি সরকারি ভবনে হামলা চালিয়েছে একদল সশস্ত্র জঙ্গি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির অনলাইন ভার্সনে এ খবর প্রকাশ করা হয়।

 

ইরাকি গণমাধ্যমে বলা হয়, একদল আত্মঘাতী হামলাকারী একটি পুলিশ স্টেশন এবং বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়। তবে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করে। এ ঘটনায় শহরটিতে অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা জারি হয়েছে।

 

এদিকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়েছে বলে দায় স্বীকার করেছে। তারা জানায়, তাদের যোদ্ধারা টাউনহল ভেঙে ফেলেছে এবং একটি হোটেলের নিয়ন্ত্রণ নিয়েছে।

 

স্থানীয় একটি টেলিভিশনের ভিডিও ফুটেজে শহরের উপরে কালো ধোয়া উড়তে দেখা যায়। এছাড়া স্বয়ংক্রিয় বন্দুকের গোলাগুলি শোনা যায়।

 

বৈরুতভিত্তিক দৈনিক আল-সুমারিয়ার প্রতিবেদনে বলা হয়, হামলার পরপর পুলিশের গুলিতে এক আত্মঘাতী বোমারু নিহত হয়। এছাড়া আরো তিনজন বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়।

 

জেলা পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাদির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ এবং হামলায় হতাহতের সংখ্যা জানাতে পারেননি তিনি।

 

কিরকুক শহরটি রাজধানী বাগদাদ থেকে ২৯০ কিলোমিটার উত্তরে এবং মসুল থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ইরাকি সরকারি বাহিনী এবং দেশটির কুর্দি বাহিনী উভয়েই তেলসমৃদ্ধ শহরটি নিজেদের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করে আসছে।

 

আইএসের হাত থেকে মসুল শহর পুনর্দখলে ইরাকের সরকারি বাহিনীর অভিযানের মধ্যে এ হামলা চালানো হলো। গত সোমবার থেকে দেশটিতে আইএসের সবচেয়ে শক্ত ঘাঁটি মসুল উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com