গত মাসে তেহরানে হামাসের নেতা ইসমাঈল হানিয়া গুপ্ত হত্যার শিকার হন। এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করে হামলার হুমকি দিয়েছে ইরান। তবে ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশগুলো। কিন্তু এ আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে সোমবার (১২ আগস্ট) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় তিনি ইরানের প্রতি ইসরায়েলে হামলা বন্ধের আহ্বান জানান।
এছাড়া সোমবার (১২ আগস্ট) বিকালে যুক্তরাজ্যসহ ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘অপরাধ বন্ধে ইরানের হামলা চালানোর অধিকার রয়েছে।’
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]