শিরোনাম
নির্বাচন নিয়ে ট্রাম্পের বক্তব্য বিপজ্জনক: ওবামা
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ১০:০৬
নির্বাচন নিয়ে ট্রাম্পের বক্তব্য বিপজ্জনক: ওবামা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আসন্ন নির্বাচনের ফলাফল মেনে না নিলে তা বিপজ্জনক হতে পারে। মিয়ামিতে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের এক নির্বাচনী প্রচারণা সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ মন্তব্য করেন।

 

বৃহস্পতিবার সকালে লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাদায় দেশটির নির্বাচনে প্রধান দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রার্থীদের মধ্যে তৃতীয় ও সর্বশেষ মুখোমুখি টিভি বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে ট্রাম্প নির্বাচনে কারচুপি হতে পারে আশঙ্কা করে জানায়, নির্বাচনে হেরে গেলে তিনি ফলাফল প্রত্যাখ্যান করবেন।

 

এরপর ওহাইও অঙ্গরাজ্যে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, জিতে গেলে ঐতিহাসিক এই নির্বাচনের ফল তিনি মেনে নেবেন। কিন্তু ফলাফল প্রশ্নবিদ্ধ হলে তিনি আইনি ব্যবস্থাও নিতে পারেন। 

 

এরপরই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ট্রাম্পের এ ধরনের মন্তব্য যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে হেয় করা। নির্বাচনের ফলাফল মেনে না নিলে তা আরো ভয়ঙ্কর রূপ নেবে।

 

ট্রাম্পের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে ওবামা বলেন, মার্কিন ইতিহাসে ট্রাম্প সংখ্যাগরিষ্ঠ দলের প্রথম প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যিনি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন। এটাকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশে নির্বাচনে কারচুপি করার কোনো সুযোগ নেই।

 

এদিন মিয়ামিতে মার্কিন ফার্সট লেডি মিশেল ওবামাও ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেন। তিনি ট্রাম্পের ভোট কারচুপির ফাঁদে পা না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

 

এদিকে শেষ বিতর্কেও হিলারির কাছে পরাজিত হয়েছেন ট্রাম্প। ৯০ মিনিটের বিতর্কের পর সিএনএন/ওআরসির প্রকাশ করা এক জরিপে জানানো হয়, হিলারি জয়ী হয়েছেন বলে মনে করেন বেশিরভাগ দর্শক। জরিপের ফলাফল অনুযায়ী, ৫২ শতাংশ দর্শক মনে করেন, হিলারি জয়ী হয়েছেন। ৩৯ শতাংশ মনে করেন, ট্রাম্প জয়ী।

 

এছাড়া বিভিন্ন জনমত জরিপে দেখা যায়, এখনো প্রধান নির্বাচনী রাজ্যগুলোতে হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছেন। যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর ট্রাম্পের সমর্থন হ্রাস পেয়েছে। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com