ইউক্রেনের সেনারা রাশিয়ার অন্তত ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে বলে জানিয়েছে মস্কো। সম্প্রতি সময়ের মধ্যে এটি ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, কুরস্ক অঞ্চলে হামলা শুরুর ছয় দিন পর ইউক্রেনীয় বাহিনী টোলপিনো এবং ওবশচি কোলোদেজ গ্রাম পর্যন্ত পৌঁছেছে। এই গ্রামগুলো রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, কিয়েভ রাশিয়ার শান্তিপূর্ণ জনগণকে ভয় দেখাচ্ছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার (১১ আগস্ট) রাতে দেয়া ভাষণে প্রথমবারের মতো সরাসরি রাশিয়ায় হামলার কথা স্বীকার করেন।
এএফপির খবরে বলা হয়েছে, রুশ সেনারা ইউক্রেনের পূর্ব দিকে ব্যাপক হামলা চালাচ্ছে। ওই স্থানে থাকা ইউক্রেনীয় সেনারা যেন স্বস্তি পান সেজন্য হয়তো রাশিয়ার কুরস্কে এই আকস্মিক হামলা চালানো হয়েছে।
রাশিয়া বলেছে, কুরস্ক অঞ্চলের সীমান্ত এলাকা থেকে ৭৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]