যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। আগামী ১০ সেপ্টেম্বর মার্কিন গণমাধ্যম এবিসি-তে এই বিতর্কে অংশ নেবেন তারা।
৯ আগস্ট, শুক্রবার সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
ফ্লোরিডার প্লাম বিচের বাসভবনে এক কনফারেন্সে ট্রাম্প বলেন, তিনি আরও দুটি বিতর্কের আয়োজন করতে চান। আগামী ৪ ও ২৫ সেপ্টেম্বর ফক্স নিউজে কমলা হ্যারিসের সঙ্গে বিতর্কের কথা জানান ট্রাম্প।
এদিকে কমলা হ্যারিস এক্স পোস্টে বলেন, আগামী ১০ সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হবে।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর তার বিপরীতে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত ২৭ জুন সিএনএন টেলিভিশনে ট্রাম্প ও বাইডেনের মধ্যে এক বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল। ওই বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হন বাইডেন। এর পর নিজ দলের নেতাদের সমালোচনার মুখে পড়েন তিনি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]