শিরোনাম
হিলারির হ্যাট্রিক
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ০৩:৩৪
হিলারির হ্যাট্রিক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিতর্কের মঞ্চে হ্যাট্রিক জয় নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। আগামী ৮ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে পরপর তিনটি বিতর্ক অনুষ্ঠানের তিনটিতেই জয়ী হয়েছেন এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফাস্র্ট লেডি।


বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বি ডনাল্ড ট্রাম্পের বিপক্ষে তর্কযুদ্ধে নামেন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাডা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিতর্ক মঞ্চে।


সিএনএন-ওআরসি’র জরিপ বলছে, বিতর্ক দেখেছেন এমন ৫২ শতাংশ মনে করেন এতে হিলারি জয়ী হয়েছেন। তবে ডনাল্ড ট্রাম্পের পক্ষে এই ভোট পড়েছে ৩৯ শতাংশ।


এর আগে গত ১০ অক্টোবর সোমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কে জয় পান ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। সেবারও সিএনএন-ওআরসি জরিপে দেখানো হয়েছিলো ৫৭ শতাংশ দর্শক বলেছেন বিতর্কে হিলারি জয়ী হয়েছেন। অন্যদিকে ৩৪ শতাংশের রায় ছিলো ট্রাম্পের পক্ষে। একই জরিপ প্রথম বিতর্কে পর হিলারিকে ৬২ শতাংশের ভোটে জয়ী দেখায় ।


বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com