ইসরায়েলে হামলার হুমকি দিলেন এরদোগান
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১৯:২৫
ইসরায়েলে হামলার হুমকি দিলেন এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে আক্রমণের হুমকি দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোগান বলেছেন, তুরস্ক ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসরায়েলে প্রবেশ করতে পারে।


২৯ জুলাই, সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, এরদোগান রবিবার (২৮ জুলাই) দলীয় এক সমাবেশে ভাষণ দেন। এতে, গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরায়েলে আক্রমণ করার এক ‘বিরল’ সুস্পষ্ট হুমকি দেন তিনি।


এরদোগান আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন। রবিবার দলীয় সমাবেশে নিজ দেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করে ইতিহাস টেনে তিনি বলেন, তুরস্ক লিবিয়া এবং নাগর্নো-কারাবাখের মতো ইসরায়েলে প্রবেশ করতে পারে। যদিও তিনি কী ধরনের হস্তক্ষেপের কথা বলেছেন, তা উল্লেখ করেননি।


এরদোগান তার ক্ষমতাসীন একে পার্টির বৈঠকে আরও বলেন, আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে, যাতে ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে এসব কাজ করতে না পারে।


এরদোগান বলেন, আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, ঠিক যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি। আমরা তাদের (ইসরায়েল) সঙ্গেই তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে।


এরদোগানের মন্তব্য সম্পর্কে একে পার্টির প্রতিনিধিদের কাছে রয়টার্স আরও বিস্তারিত জানতে চাইলে তারা সাড়া দেননি। ইসরায়েল এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com