ওমানে আশুরা উদ্‌যাপনে বন্দুক হামলায় নিহত ৯
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১৬:১৪
ওমানে আশুরা উদ্‌যাপনে বন্দুক হামলায় নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওমানের রাজধানী মাসকাটের একটি শিয়া মসজিদের কাছে বন্দুক হামলা হয়েছে। এই ঘটনায় তিন হামলাকারীসহ চার পাকিস্তানি নাগরিক এবং একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। রয়টার্সকে এই খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।


মঙ্গলবার (১৬ জুলাই) শিয়া মুসলমানরা আশুরা পালন করার সময় এই হামলার ঘটনা ঘটে। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,বন্দুক হামলায় নিহতদের মধ্যে চার পাকিস্তানি, একজন ভারতীয় এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আহত হয়েছে নিরাপত্তাকর্মীসহ ২৮ জন। এই ধরনের হামলা সুন্নি মুসলিম অধ্যুষিত উপসাগরীয় দেশগুলোতে ব্যতিক্রম ঘটনা।


এক বিবৃতিতে ওমানের পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ওমানের রাজধানী মাস্কাটের ওয়াদি আল-কবির আশেপাশের আলী বিন আবি তালিব মসজিদে এই হামলা হয়। পুলিশ এ হামলার জবাব দিয়েছে।


এক্সে পোস্টে পুলিশ বলেছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক সব পদক্ষেপ নেয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চলছে। তবে এই হামলার উদ্দেশ্য কী বা কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এই বিষয়ে ওমানের পুলিশ এখনও কিছু জানায়নি।
পুলিশ এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য না দিলেও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একজন বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালিয়েছে।


ঘটনাটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে আখ্যা দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেঁচে যাওয়া ৩০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


মুসলিম অধ্যুষিত উপসাগরীয় দেশ ওমানে বন্দুক হামলার ঘটনা বিরল।


অপরদিকে ইসলামিক স্টেট মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেছে, তাদের তিনজন ‘আত্মঘাতী হামলাকারী’ সোমবার সন্ধ্যায় মসজিদে গুলি চালায় এবং সকাল পর্যন্ত ওমানি নিরাপত্তা বাহিনীর তাদের মধ্যে গোলাগুলি চলে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com