অনন্য দক্ষতা ও বিশিষ্ট প্রতিভাবানদের নাগরিকত্ব দেবে সৌদি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০০:০৮
অনন্য দক্ষতা ও বিশিষ্ট প্রতিভাবানদের নাগরিকত্ব দেবে সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেশ কিছু বিজ্ঞানী, চিকিৎসক, গবেষক, উদ্ভাবক, উদ্যোক্তা এবং অনন্য দক্ষতা ও বিশিষ্ট প্রতিভাকে দেশটির নাগরিকত্ব দেয়ার জন্য একটি রাজকীয় ডিক্রি জারি করেছে সৌদি আরব।


বৃহস্পতিবার (৪ জুলাই) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে অনন্য দক্ষতার সাথে বিশ্বব্যাপী প্রতিভার জন্য সৌদি আরবের অব্যাহত অনুসন্ধান প্রতিভাত হয়।


দেশটি তার ভিশন ২০৩০ লক্ষ্য অর্জনের জন্য রাজ্যজুড়ে বিভিন্ন সেক্টরের উন্নয়নে অবদান রাখতে পারে এমন ক্ষেত্রে অনন্য প্রতিভা এবং দক্ষতার লোকদের খোঁজ করছে।


ভিশন ২০৩০ উদ্যোগটি ব্যতিক্রমী সৃজনশীল মনকে আকর্ষণ, বিনিয়োগ এবং ধরে রাখতে সৌদি আরবের গভীর আগ্রহকে প্রতিফলিত করে।


এটি এমন একটি পরিবেশ তৈরি করার জন্য রাজ্যের উচ্চাকাঙ্ক্ষাকেও তুলে ধরে, যা উদ্ভাবন এবং উন্নয়নকে উৎসাহিত করে।


ঘোষণাটি একটি অনুরূপ রাজকীয় ডিক্রি অনুসরণ করে যা পূর্বে ২০২১ সালে এই ক্ষেত্রে নির্বাচিত বিশিষ্ট প্রতিভাদের প্রথম দলকে সৌদি নাগরিকত্ব প্রদানের জন্য জারি করা হয়েছিল।


সূত্র: জিও নিউজ


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com