শিরোনাম
ধর্ষণে কিশোরীর মৃত্যু : উত্তাল আর্জেন্টিনা
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ২০:৪৭
ধর্ষণে কিশোরীর মৃত্যু : উত্তাল আর্জেন্টিনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আর্জেন্টিনার মার দেল প্লাটা শহরে লুসিয়া পেরেজ (১৬) নামে স্কুলছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। নৃশংস ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আর্জেন্টিনা। বিশেষ করে দেশটির নারীরা রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ করছেন।


হাজার হাজার নারী বৃহস্পতিবার রাজধানী বুয়েনস আয়ারেসসহ অন্যান্য শহরে অফিস- আদালত থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল করে। তাদের অনেকের প্ল্যাকার্ডে লেখা ছিল, আমাদের গায়ে হাত দিলে, আমরা ছেড়ে দেব না।


মুষলধারে বৃষ্টি এবং ঝড়ের তোয়াক্কা করেননি নারীরা। কালো পোশাক পরে তারা রাস্তায় নেমে আসেন।


বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, ল্যাটিন আমেরিকায় পুরুষদের মধ্যে নিজেদের জাহির করার যে সংস্কৃতি রয়েছে, তার বিরুদ্ধে নারীরা তাদের ক্ষোভ প্রকাশ করছেন।


লুসিয়া পেরেজের হত্যাকাণ্ডের ঘটনায় নারীদের মধ্যে দীর্ঘদিনের চেপে রাখা ক্ষোভ বেরিয়ে আসছে। আন্দোলকারীরা বলছেন, পুরুষদের এই উদ্ধত আচরণ আর চলবে না।


আর্জেন্টিনার নারীদের এই প্রতিবাদ বিক্ষোভের সমর্থনে মেক্সিকো, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও বিক্ষোভ মিছিল হয়েছে। এমনকী লন্ডনে আর্জেন্টিনার দূতাবাসের সামনেও অবস্থান ধর্মঘট হয়েছে।


বিভিন্ন দেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ক্ষোভ প্রকাশ করেছেন। সূত্র : বিবিসি


বিবার্তা/মনোজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com