কানাডায় ৮ শতাধিক ফ্লাইট বাতিল
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ২০:১৭
কানাডায় ৮ শতাধিক ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

হঠাৎ করে ৮০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে কানাডার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা ওয়েস্টজেট। মজুরি বৃদ্ধি নিয়ে দ্বন্দ্বে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছয় শতাধিক কর্মী ধর্মঘটে যাওয়ার পর এয়ারলাইনটি তাদের শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। এতে করে সপ্তাহান্তে বড় ছুটি কাটাতে ইচ্ছুক ১ লাখ ১০ হাজারের বেশি যাত্রীর ভ্রমণের পরিকল্পনাও অনেকটা ব্যর্থ হয়ে গেছে।


১ জুলাই, সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।


প্রতিবেদনে বলা হয়েছে, বেতন এবং শ্রমিকদের কাজের অবস্থার বিষয়ে ক্যালগারিভিত্তিক এই এয়ারলাইন এবং এয়ারপ্লেন মেকানিক্স ফ্রাটারনাল অ্যাসোসিয়েশন (এএমএফএ) চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরে প্রায় ৬৮০ জন শ্রমিক গত শুক্রবার থেকে ধর্মঘট পালন করছেন।


ওয়েস্টজেট জানিয়েছে, চুক্তির প্রথম বছরে তারা ১২.৫ শতাংশ মজুরি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে এবং বাকি সাড়ে পাঁচ বছরের মেয়াদে ২৩.৫ শতাংশ চক্রবৃদ্ধি হারে মজুরি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।


ধর্মঘটের ডাক দেয়া এয়ারক্রাফট মেকানিকস ফ্রাটারনাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ইউনিয়নের দাবি-দাওয়া নিয়ে এয়ারলাইনস কর্তৃপক্ষ আলোচনায় যেতে রাজি না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


জানা গেছে, ওয়েস্টজেটের হ্যাঙ্গারে প্রায় ২০০টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে মাত্র ৩০টির মতো আকাশযান ফ্লাইট কার্যক্রমে যুক্ত রয়েছে।


এদিকে এয়ারলাইনটির কর্মীদের এই কর্মবিরতিতে ১ লাখ ১০ হাজার মানুষের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে। বিরোধ নিষ্পত্তির জন্য গত বৃহস্পতিবার কানাডার শ্রমমন্ত্রী সিমাস ও’রেগানের নির্দেশনা সত্ত্বেও এই কর্মবিরতি এখনো চলছে।


ওয়েস্টজেট এয়ারলাইনের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিডেরিক পেন রোববার ‘অপ্রয়োজনীয় কর্মবিরতির’ জন্য ভ্রমণকারীদের কাছে ক্ষমা চেয়েছেন।


এক বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের কর্মীদের প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে এগিয়ে যাওয়ার এবং নিরাপদ ও নিয়ন্ত্রিত কার্যক্রম এগিয়ে নেয়ার কাজে আমি উৎসাহিত হয়েছি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com