কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩০ জন নিহত: এইচআরডব্লিউ
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১৫:০৬
কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩০ জন নিহত: এইচআরডব্লিউ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কেনিয়ায় এ সপ্তাহান্তে সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।


পূর্ব আফ্রিকার এ দেশে একবারে অনেক বেশি কর বাড়ানোর সরকারি পদক্ষেপের প্রতিবাদ চলাকালে নিরাপত্তা বাহিনীর অভিযানে এসব লোক নিহত হয়। হিউম্যান রাইটস ওয়াচ মনিটর শনিবার এ তথ্য জানিয়েছে।


সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ‘কেনিয়ার নিরাপত্তা বাহিনী ২৫ জুন, মঙ্গলবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের উপর সরাসরি গুলি চালায়।’


হিউম্যান রাইটস ওয়াচের আফ্রিকা বিষয়ক সহযোগী পরিচালক ওটসিয়েনো নামওয়ায়া বলেন, ‘কোন যৌক্তিকতা ছাড়াই বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালানো হয়। এমনকি যেসব বিক্ষোভকারী পালিয়ে যাচ্ছিল তাদেরকে লক্ষ্য করেও গুলি চালানো হয়। কেনিয়ার এবং আন্তর্জাতিক আইনে নিরাপত্তা বাহিনীর এ ধরনের পদক্ষেপ একেবারে অগ্রহণযোগ্য।’


সূত্র: এএফপি


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com