শিরোনাম
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী টিলারসন তুরস্কে
প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১৮:২৯
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী টিলারসন তুরস্কে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী টিলারসন বৃহস্পতিবার তুরস্কে পৌঁছেছেন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সঙ্গে বৈঠকের প্রাক্কালে তিনি আঙ্কারায় পৌঁছান। তুরস্ক ওয়াশিংটনের নতুন প্রশাসনের সাথে ভাল সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে।


জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকে তুরস্ক সফরে যাওয়া সবচেয়ে সিনিয়র আমেরিকান কর্মকর্তা হচ্ছেন টিলারসন। আঙ্কারায় টিলারসনের তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসগলুর সঙ্গেও সাক্ষাত করার কথা রয়েছে। ন্যাটোর এ মিত্র দেশের কর্মকর্তারা জানান, মন্ত্রিরা সিরীয় সংঘাতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। দেশটিতে সাত বছর ধরে সংঘাত চলছে।


তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে তাদের সামরিক অভিযান সমাপ্তের ঘোষণা দেয়ার পর তিনি এ সফরে গেলেন।
তুরস্কের কর্মকর্তারা আশা করছেন, ট্রাম্পের শাসনামলে ওয়াশিংটনের সাথে আঙ্কারার সম্পর্কের উন্নতি ঘটবে এবং এ লক্ষ্যে তারা চেষ্টাও করে যাচ্ছেন।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com