ভিয়েতনামে ভবনে আগুন, শিশুসহ নিহত ৪
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ১৭:২৩
ভিয়েতনামে ভবনে আগুন, শিশুসহ নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি বাড়িতে আগুন লেগে তিন শিশু ও এক নারী নিহত হয়েছেন।


রবিবার (১৬ জুন) সন্ধ্যায় হোয়াং মাই জেলার দিন কং হা সড়কে ছয় তলার একটি ভবনে আগুনের সূত্রপাত হলে পাশের ভবনের ছাদে লাফিয়ে পড়ে তিনজন যুবক প্রাণে বেঁচে যান বলে জানায় বার্তা সংস্থা এএফপি।


ভিয়েতনামের স্থানীয় সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, ভবনের চতুর্থ তলায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই ভবনের বাকি তলাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।


আগুন নিয়ন্ত্রণে আনতে ১০০ জনেরও বেশি উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট মোতায়েন করা হয়।


আগুন নেভানোর পর পুলিশ ভবন থেকে ৫৩ বছর বয়সী নারী ও দুই থেকে ১১ বছর বয়সী তিনজন শিশুর মরদেহ উদ্ধার করে।


ভবনটির নিচের তিন তলা দোকান এবং রং ও নির্মাণসামগ্রী সংরক্ষণের কাজে ব্যবহার হত। ভবনের বাইরের অংশে অনেকগুলো বিজ্ঞাপনী বোর্ড বসানো হয়েছিল।


চীনের গণমাধ্যম শিনহুয়া পরিসংখ্যান বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, এ বছরের প্রথম পাঁচ মাসে ভিয়েতনামে এক হাজার ৯৮৯টি আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৬ জন নিহত ও ৩৭ জন আহত হয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com