এবার ঈদুল আজহা থেকে বঞ্চিত গাজা উপত্যাকাবাসী
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ১৫:৪১
এবার ঈদুল আজহা থেকে বঞ্চিত গাজা উপত্যাকাবাসী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে সারা বিশ্বের মুসলমানরা। মুসলিম অধ্যুষিত দেশগুলোতে এখন উৎসবের আমেজ। আগামীকাল সোমবার (১৭ জুন) পালিত হতে যাচ্ছে মুসলমানদের আরেকটি প্রধান বিধান পবিত্র ঈদুল আজহা। বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রে আজকে পবিত্র ঈদুল আজহা পালন করা হচ্ছে।


অন্যদিকে ঈদের সময়েও প্রাণ বাঁচানোর লড়াই করছে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার বাসিন্দারা।


ঈদ আনন্দ ও উৎসবের হলেও গাজার শিশু ও বাসিন্দাদের জন্য এবারের ঈদ যেন শোক ও যন্ত্রণার আরেক নাম। ইসরায়েলের বাধায় এবারও ঈদুল আজহা পালন করতে পারছেন না যুদ্ধে নিপীড়িত অবরুদ্ধ গাজা উপত্যকাবাসী। কারণ সেখানে নেই বিশুদ্ধ খাবার পানি, নেই পর্যাপ্ত খাবার ও বাসস্থান। প্রতি মুহূর্তে বোমা ফেলছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার সব কয়টি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়ে কোরবানির পশু প্রবেশে বাধা সৃষ্টি করেছে দখলদার বাহিনী।


শনিবার (১৫ জুন) গাজার মিডিয়া অফিস বলেছে, কোরবানির পশু প্রবেশের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে ঈদুল আজহা উদযাপন এবং ইসলামী ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে কোরবানি করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে গাজার কয়েক হাজার পরিবার।


এক বিবৃতিতে গাজা কর্তৃপক্ষ বলেছে, দখলদার বাহিনী একটি নতুন অপরাধ করেছে। রাফা সীমান্ত ক্রসিং দখল এবং বন্ধ করাসহ গাজা উপত্যকার সবগুলো ক্রসিং বন্ধ করে কোরবানির পশু প্রবেশে বাধা দিয়েছে তারা।


এটিকে ‘মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবিক ও ইসলামী মূল্যবোধের প্রতি পুরোপুরি অবজ্ঞা’ বলে উল্লেখ করেছে গাজার মিডিয়া অফিস।


টানা আট মাস ধরে চলা ইসরায়েলি আক্রমণে গাজার লাখ লাখ মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতিতে ভুগছে।


গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের বর্বর হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৮৫ হাজারের বেশি মানুষ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com