ব্যাংককের জনপ্রিয় বাজারে আগুন, হাজারো প্রাণির মৃত্যু
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১৭:৫০
ব্যাংককের জনপ্রিয় বাজারে আগুন, হাজারো প্রাণির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জনপ্রিয় চাতুচাক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত এক হাজার প্রাণির মৃত্যু হয়েছে। সেইসঙ্গে পুড়ে গেছে অন্তত ১০০ দোকান। মার্কেটেরে পেট জোনে, খাঁচায় বন্দি ছিল ইঁদুরি, খরগোশ, সাপসহ অসংখ্য প্রাণি। আগুন ছড়িয়ে পড়লে প্রাণিগুলো পালাতে না পেরে সেখানেই পুড়ে মারা যায়।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।


প্রতিবেদনে বলা হয়েছে, পশুপ্রেমিকদের কাছে চাতুচাকনামের বাজারটি খুবই জনপ্রিয়। প্রতিদিনই শত হাজারো মানুষ পোষার উদ্দেশ্যে প্রাণি কিনতে যান সেখানে। মঙ্গলবার ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খাঁচায় থাকা পাখি, কুকুর, বিড়াল, সাপ পুড়ে মারা গেছে। এছাড়া ইঁদুর, অজগর ও টিকটিকিও মারা গেছে। তবে এতে কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি।


চাতুচাক বাজারের সরু গলিতে হাজার হাজার দোকান রয়েছে। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ বাজার এবং থাইল্যান্ডের সপ্তাহিক বাজারগুলোর মধ্যে বৃহত্তম ও সর্বাধিক পরিচিত। প্রতি শনিবার ও রবিবার প্রায় ২ লাখ পর্যটক এখানে আসে। তবে পোষা প্রাণি বিক্রির বাজারের অংশটি সপ্তাহজুড়েই খোলা থাকে।


আমপর্ন ওয়াসাট নামে এক ব্যক্তি জানান আগুনের খবর পাওয়া মাত্রই দ্রুত বাজারে ছুটে যাই। তিনি বলেন, সেখানে যাওয়ার পর দেখি সবকিছু পুড়ে ছাই আর কিছুই অবশিষ্ট নেই।


তিনি আরো বলেছেন, আমি কিছুই করতে পারিনি কারণে ভেতরে অন্ধকার ছিল। আমি পশু-পাখিদের সাহায্য করতে পারিনি, সবকিছু পুড়ে মারা গেছে। ৪২ বছর বয়সী আমপর্ন তার দোকানে অজগর, কচ্ছপ এবং সাপ বিক্রি করতেন।


প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, প্রায় এক হাজার ৪০০ স্কয়ার মিটার জুড়ে থাকা পোষা প্রাণির ১১৮টি দোকানের বেশির ভাগই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com