চেক প্রজাতন্ত্রে মালবাহী-যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ১২:৩২
চেক প্রজাতন্ত্রে মালবাহী-যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চেক প্রজাতন্ত্রে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। দেশটির রাজধানী প্রাগ থেকে ১০০ কিলোমিটার দূরে পারডুবিস শহরে এ ঘটনা ঘটে।


৬ জুন, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।


প্রতিবেদনে বলা হয়, বুধবার (৫ জুন) স্থানীয় সময় রাত ১১টার দিকে ওই দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেনটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিল। ট্রেনটি ইউক্রেনের দিকে যাচ্ছিল।


যাত্রীবাহী ট্রেনটি প্রাগ থেকে পশ্চিম ইউক্রেনের শহর চপে যাচ্ছিল। পথিমধ্যে স্লোভাকিয়া সীমান্তে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এতে অনেক বিদেশি যাত্রীও ছিলেন।


প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনীসহ জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গেছেন। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।


এদিকে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক ও দুঃখ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।
বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com