লোকসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে দুই বুথে পুনর্নির্বাচন আজ
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৮:২৯
লোকসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে দুই বুথে পুনর্নির্বাচন আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ হয়েছে গত ১ জুন। শেষ দফায় পশ্চিমবঙ্গের ৯ আসনে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর কেন্দ্রে ভোটগ্রহণ হয়। তবে শেষ দফার নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে সহিংসতা হয়েছে। কোথাও কোথাও গুলি, বোমাবাজি, বুথ জ্যাম, ভুয়া ভোটার, ছাপ্পা ভোট, বিরোধীদলের কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটে।


এসব কারণে পশ্চিমবঙ্গের বারাসাত লোকসভা কেন্দ্র ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দুই বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় ভারতের জাতীয় নির্বাচন কমিশন। আজ সোমবার এ দুই বুথে পুনর্নির্বাচন হবে।


সোমবার (৩ জুন) উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের কদম্বগাছির সর্দার পাড়ার ৬১ নম্বর বুথে ও মথুরাপুরের কাকদ্বীপের ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন হবে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।


বারাসাতের ৬১ নম্বর বুথে ও মথুরাপুরে কাকদ্বীপের ২৬ নম্বর বুথে শেষ দফার নির্বাচনে ব্যাপকভাবে ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ করে বিজেপি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com