শিরোনাম
সাঁতার না জানলে ডিগ্রি দেবে না বিশ্ববিদ্যালয়!
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ১০:৩৯
সাঁতার না জানলে ডিগ্রি দেবে না বিশ্ববিদ্যালয়!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়কে বলা হয় ‘প্রাচ্যের হার্ভার্ড’। নামি এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের বলা হয়েছে, স্নাতক ডিগ্রি পাওয়ার আগে তাদেরকে অবশ্যই সাঁতার শিখতে হবে।

 

তবে গ্রাজুয়েট ডিগ্রির সাথে সাঁতার শেখাকে এভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলেন, যে দেশ এখন খরা মোকাবিলা করছে; সেখানে এ পদক্ষেপের যুক্তি কি? আরেকজনের প্রশ্ন ছিল, চীনে যে এলাকায় নদী বা সাগর নেই সেখানকার শিক্ষার্থীদের তাহলে কি হবে?

 

কিন্তু বিশ্ববিদ্যালয়ের দাবি, সাঁতার একটি জীবনরক্ষাকারী দক্ষতা, এটি শারীরিক ফিটনেস বাড়ায়। এছাড়া দেশের সেরা মাথাওয়ালা যারা- তাদেরকে সুইমিং পুলেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।

 

মজার ব্যাপার হচ্ছে, এ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির জন্য সাঁতারকে একটি পূর্বশর্ত করা হয়েছিল অনেক আগে- ১৯১৯ সালে। কিন্তু পরে এটা আবার বাদ দেয়া হয়েছিল; যার অন্যতম কারণ ছিল বেইজিংয়ে সুইমিং পুলের অভাব।

 

কিন্তু সোমবার প্রকাশিত নতুন নিয়মে বলা হয়, নতুন ছাত্রদের যেকোনো ধরনের সাঁতারে অন্তত ৫০ মিটার পার হওয়ার দক্ষতা থাকতে হবে। ভর্তি পরীক্ষার সময় যদি কেউ সাঁতার না জানে, তাহলে তাকে স্নাতক ডিগ্রি পাওয়ার আগেই তা শিখে নিতে হবে। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com