ইরাকে একসঙ্গে আট আইএস সদস্যের মৃত্যুদণ্ড
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১১:৪১
ইরাকে একসঙ্গে আট আইএস সদস্যের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘সন্ত্রাসবাদের’ দায়ে একসঙ্গে আট আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরাক। বৃহস্পতিবার (৩০ মে) বিচার মন্ত্রণলায়ের একটি দলের তত্ত্বাবধানে ফাঁসিতে ঝুলিয়ে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা ও একটি নিরাপত্তা সূত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।


এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটিতে একসঙ্গে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হলো। সাম্প্রতিক বছরগুলোতে শতাধিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন ইরাকের আদালত।


নাসিরিয়াহ শহরের আল-হাট কারাগারের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সন্ত্রাসবাদের দায়ে আটজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা ইসলামিক স্টেট (আইএস) এর সদস্য।


চিকিৎসা সংক্রান্ত একটি সূত্র বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এমন আটজনের মরদেহ পেয়েছে। নাসিরিয়াহতে আল-হাট একটি কুখ্যাত কারাগার। ইরাকিরা বিশ্বাস করেন, যারা এই কারাগারে যান, তারা কখনো জীবিত বের হন না।


অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইরাকের গবেষক রজো সালিহি বলেন, এভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা মানে হলো ইরাককে এই দণ্ড বন্ধের যে আহ্বান জানানো হচ্ছে, তা তারা কানে তুলছে না। তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে অস্বচ্ছ বিচারপ্রক্রিয়া ও মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ থাকা সত্ত্বেও মৃত্যুদণ্ড দিয়ে মানুষকে ফাঁসিতে ঝোলানো চলছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com