শিরোনাম
উ.কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ০৯:৫৭
উ.কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর মধ্যে যৌথ মহড়া চলাকালে এই পরীক্ষা চালালো পিয়ংইয়ং। নতুন করে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়িয়ে তুলল এই শক্তি পরীক্ষা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক সরকারি কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানান। তিনি জানান, শুক্রবার গভীর রাতে সম্ভবত সবার নজর এড়িয়ে এই পরীক্ষা চালানো হয়েছে। অবশ্য এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া। 

 

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছিল। ওই পরীক্ষা ভূমিতে চালানো হয়েছিল বলে জানা যায়। সূত্র: সিএনএন

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com