শিরোনাম
কঙ্গোয় ৪০ পুলিশের শিরশ্ছেদ
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ১০:৪৭
কঙ্গোয় ৪০ পুলিশের শিরশ্ছেদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে অতর্কিত হামলা চালিয়ে অন্তত ৪০ পুলিশ কর্মকর্তার শিরশ্ছেদ করেছে মিলিশিয়া যোদ্ধারা। দেশটির কেন্দ্রীয় প্রদেশ কাসাইয়ে এ ঘটনা ঘটে। রবিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।

 

বিবিসির প্রতিবেদনের বলা হয়, শুক্রবার পুলিশের একটি বহর শিকাপা থেকে কানাগা যাচ্ছিল। ঠিক তখনই ওৎ পেতে থাকা কামউইনা সাপু বিদ্রোহীরা পুলিশের বহরটির ওপর হামলা চালায় ।

 

কাসাই অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ফ্রাসোয়া কালাম্বা বলেন, স্থানীয় শিলুবা ভাষাভাষীর ছয় পুলিশকে ছেড়ে দিয়েছে বিদ্রোহীরা। বাকি সবাইকে হত্যা করা হয়।

 

গত আগস্টে কাসাইয়ে বিদ্রোহী গ্রুপটির নেতাকে নিরাপত্তা বাহিনী হত্যা করার পর পরিস্থিতির অবনতি ঘটে। জাতিসংঘ জানায়, কামউইনা সাপু নেতাকে হত্যার পর এখন পর্যন্ত ৪০০ মানুষ খুন হয়েছেন। ঘর ছাড়তে বাধ্য হয়েছে প্রায় দুই লাখ মানুষ। 

 

তারই ধারাবাহিকতায় এবারের হামলায় শিকাপা ও কানাঙ্গা অঞ্চলের মাঝে টহলরত পুলিশের বহরটিকে টার্গেট করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান কাসাই প্রদেশের গভর্নর অ্যালেক্সিস কান্দে মাইয়োপম্পা। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি 

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com