শিরোনাম
পুলিশের মুখে মরিচের গুড়া, কাশ্মীরে রেড অ্যালার্ট
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ১০:১৫
পুলিশের মুখে মরিচের গুড়া, কাশ্মীরে রেড অ্যালার্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তার মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রাইফেল কেড়ে নেয়ার ঘটনায় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গত দুই দশকে গোলযোগপূর্ণ রাজ্যটিতে এ ধরনের হামলার ঘটনা ঘটেনি বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো।

 

পুলিশ সূত্রে জানা যায়, বাড়ি ফিরছিলেন নিরাপত্তা বাহিনীর কনস্টেবল মোহম্মদ হানিফ। ঠিক তখনই তিন যুবক জম্মু ডোগরা চকে মন্দির মসজিদ পয়েন্টের কাছে হানিফের ওপর হামলা চালায়। তারা তার মুখে শুকনা মরিচের গুঁড়া ছুড়ে, রাইফেল কেড়ে নেয় এবং তাকে মারধর করে। মাথায় চোট পাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় হানিফকে।

 

হামলাকারী তিনজনই কাশ্মীরের শোপিয়ান শহরের বলে ধারণা করছে পুলিশ। তিন যুবকের মধ্যে ইতিমধ্যে মাসুদ আহমেদ মালিক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র: ইন্ডিয়া টুডে

 

বিবার্তা/নিশি  

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com