ইরানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ১০:৪৮
ইরানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে পুলিশের দুটি গাড়িতে হামলা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৯ এপ্রিল) চালানো এই হামলায় অন্তত পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।


ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হওয়া এই হামলার দায় স্বীকার করেছে জয়েশ আল-আদল গোষ্ঠী।


আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গত মাসে অপর পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধের ঘটনাস্থল পরিদর্শন করে ফিরছিলেন পুলিশ কর্মকর্তারা।


শিয়া অধ্যুষিত ইরানে সংখ্যালঘু বেলুচিদের বৃহত্তর অধিকার ও উন্নত জীবনমানের দাবি করেছে জয়েশ আল-আদল গোষ্ঠী। গত কয়েক বছরে প্রদেশটিতে ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে তারা।


সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে অবস্থিত। সুন্নি জঙ্গি ও মাদক পাচারকারীদের সঙ্গে দীর্ঘদিন ধরে নিয়মিত সংঘর্ষ হয় ইরানের নিরাপত্তা বাহিনীর।


আফগানিস্তান থেকে পশ্চিমা বিশ্ব ও অন্যত্র মাদকদ্রব্য পাচারের প্রধান একটি ট্রানজিট রুট ইরান।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com