শিরোনাম
যুক্তরা‌জ্যে সন্তা‌নের সাম‌নে মাকে খুন, বাবা গ্রেফতার
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০০:৪৫
যুক্তরা‌জ্যে সন্তা‌নের সাম‌নে মাকে খুন, বাবা গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরা‌জ্যের বাংলা‌দেশি অধ‌্যুষিত ব্রাড‌ফো‌র্ড শহরে সন্তানের সামনে স্ত্রী‌ কুলসুমা আক্তার শিউলীকে হত্যার অভিযোগে স্বামী হা‌বিবুর রহমান মাসুমকে (২৫) গ্রেফতার ক‌রে‌ছে ওয়েস্ট ইয়র্কশায়ার পু‌লিশ।


৯ এপ্রিল, মঙ্গলবার পু‌লিশ তাকে গ্রেফতারের তথ্য জানিয়েছে।


জানা গেছে, হাবিবুরের গ্রা‌মের বাড়ি সি‌লে‌টের বিশ্বনাথ উপজেলায়। গত শনিবার দেশটির বাংলা‌দেশি অধ্যুষিত শহর ব্রাড‌ফো‌র্ডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এদিন পাঁচ মাস বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে বের হয়েছিলেন কুলসুমা আক্তার শিউলী। এ সময় সন্তা‌নের সাম‌নে প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করে হাবিবুর।


হত্যার পর থে‌কে ওল্ডহামের বাসিন্দা হাবিবুর পলাতক ছি‌লেন। তাকে খুঁজে বের করতে বড় ধরনের অভিযান চালায় পুলিশ। পরে ব্রাডফোর্ড থেকে ১৮০ মাইল দূরের অ্যালিসবারি থেকে মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করেছে পুলিশ।


মাসুম ওই শিশু সন্তানের বাবা বলে নিশ্চিত করেছেন যুক্তরা‌জ্যের ওল্ডহামে বসবাসরত নিহত শিউলীর ভাই‌ আক্তার হোসেন। তিনি জানান, শিউলীর পোস্টম‌র্টেম শে‌ষে মর‌দেহ পেলে জানাজা ও দাফ‌নের ব‌্যাপা‌রে ‌সিদ্বান্ত নেওয়া হ‌বে।


বিবার্তা/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com