শিরোনাম
আফ্রিকায় সাড়ে ১১ কোটি শিশুকে পোলিও টিকা দেয়া হবে
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১৩:৫৩
আফ্রিকায় সাড়ে ১১ কোটি শিশুকে পোলিও টিকা দেয়া হবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পশ্চিম ও মধ্য আফ্রিকার ১৩টি দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া পোলিও মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে ১১ কোটি ৬০ লাখ শিশুকে পোলিও টিকা দেয়া হবে। শুক্রবার জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক একথা জানান।

 

মহাদেশেটিতে ছড়িয়ে পড়া পোলিও মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে বেনিন, ক্যামেরুন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, শাদ, ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গো, গিনি, লাইবেরিয়া, মালি, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া ও সিয়েরালিওনে একযোগে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে টিকা দেয়া হবে।

 

হক বলেন, আফ্রিকায় এ যাবতকালের মধ্যে এ ধরনের যত পোলিও টিকা দান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে সেগুলোর মধ্যে এটিই সবচেয় বড় কর্মসূচি। এক লাখ ৯০ হাজারের বেশি টিকাদানকারী এ কর্মসূচিতে অংশ নেবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল ইউনিসেফও বিষয়টি নিশ্চিত করেছে।

 

বিবার্তা/নিশি  

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com