শিরোনাম
এবারের বিতর্ক হবে আরো নোংরা !
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ০১:৪৪
এবারের বিতর্ক হবে আরো নোংরা !
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

লাগ ভেগাসের নেভাডা বিশ্ববিদ্যালয়ে অ্নুষ্ঠেয় তৃতীয় বিতর্ক সাম্প্রতিক সময়ের সবচেয়ে নোংরা বিতর্কে পরিণত হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এটা ধরেই নেওয়া যায়, গত দুটি বিতর্কের পরাজয়ের গ্লানি মুছতে মরিয়া হয়ে থাকবেন ডনাল্ড ট্রাম্প। তবে তার চেয়েও যে কাজটি দক্ষতার সঙ্গে করার চেষ্টা করবেন তা হচ্ছে, জনগণের মনে এই ধারণা ঢুকিয়ে দেওয়া যে, নির্বাচনে হিলারি জিতলে তা কারচুপি করেই জিতবেন।


বিতর্কের এই আয়োজনে ভালো-মন্দ পারফরম্যান্স যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়-পরাজয়ের মাপকাঠি হিসেবে ধরা হলেও অতীতের সকল হিসাব-নিকাশই এবার পাল্টে গেছে। দ্বিতীয় বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড তাকে মিশিয়ে দিতে পারতো। কিন্তু তা হয়নি। সুতরাং হিলারিক নির্বাচন জিততে হলে আবারও বিতর্ক জিততে হবে। আর তা ভালো করেই জিততে হবে।


এরই মধ্যে বিতর্কের মঞ্চের বাইরে ডনাল্ড ট্রাম্প এই শঙ্কার কথা জানিয়েছেন, এবারের নির্বাচনে কারচুপি হতে যাচ্ছে। প্রেসিডেন্ট বারাক ওবামা তার এই বক্তব্যকে পাগলের প্রলাপ বলেছেন ঠিকই কিন্তু তা সাধারণ মানুষের মনে একটা দাগ ঠিকই কেটে গেছে।


ফলে শেষ বিতর্কে হিলারিকে এমন ভাবেই জিততে হবে যাতে তিনি জনগণের আস্থা অর্জন করতে পারেন, নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাকে এই আস্থা অর্জন করতেই হবে। কেন্দ্রীয় সরকারের কাজ, আর আমেরিকান গণতন্ত্রের প্রতি বিশ্বাসযোগ্যতাও নিশ্চিত করতে হবে।


যদি না পারেন- আর যদি বুধবার রাতের বিতর্কে পারফরম্যান্সে কোনও খামতি থেকে যায়- তাহলে তা নিজের জন্যই ঝুঁকির হয়ে উঠবে।


এটা সত্য গত দুটি বিতর্কেই তিনি ডনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন, তাতে ট্রাম্প জখমের শিকার হয়েছেন বটে কিন্তু গোয়ার্তুমি ছাড়েননি। আর এখনতো ট্রাম্প নির্বাচনের ফল মেনে না নেওয়ার ঘোষণা দিয়েই বসে আছেন।


তরুণ ভোটার আর সংখ্যালঘুরা ক্লিনটনকে ভোট দিতে ছুটবেন, সকল কিছু ফেলে তেমন পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। অনেকেই হয়তো ট্রাম্পকে মেনে নিতে পারছেন না, কিন্তু তাই বলে তারা যে হিলারিতে গদগদ তাও নয়।


সুতরাং লাগ ভেগাসের নেভাডা বিশ্ববিদ্যালয়ে যে তৃতীয় বিতর্ক হতে যাচ্ছে তাতে হিলারির বড় জয়ই প্রয়োজন।


স্থানীয় সময় বুধবার রাত নয়টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায়) এই বিতর্ক শুরু হবে।


ফক্স নিউজ সানডের উপস্থাপক ক্রিস ওয়ালেস এই বিতর্কের সঞ্চালকের দায়িত্ব পালন করবেন।



বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com