মস্কো হামলার ৯ সন্দেহভাজন তাজিকিস্তানে আটক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১০:২১
মস্কো হামলার ৯ সন্দেহভাজন তাজিকিস্তানে আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার মস্কোতে কনসার্ট হলে বন্দুক হামলায় জড়িত সন্দেহে নয় জনকে আটক করেছে তাজিকিস্তান। শুক্রবার তাজিকিস্তানের একটি নিরাপত্তা সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানায়।


চলতি সপ্তাহেই তাদের আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আটককৃতদের সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সম্পর্ক রয়েছে।


গত শুক্রবার (২২ মার্চ) রাত ৮টার দিকে মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলা চালায় একদল বন্দুকধারী। এতে অন্তত ১৪৩ জন নিহত হন। আহত হন আরও শতাধিক। ওই হামলার ঘটনার দায় স্বীকার করেছিল আইএস। মূলত জঙ্গিগোষ্ঠীটির আফগান শাখা ইসলামিক স্টেট খোরাসান (আইএসআইএস-কে) ওই হামলা চালিয়েছিল।


সূত্র জানায়, তাজিকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটি সোমবার (২৫ মার্চ) ভাকদাত নগরীতে ৯ জনকে আটক করেছে। তারা এখন রাজধানী দুশানবে-তে আছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি তাজিক সরকার।


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, কনসার্ট হলে বন্দুক হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত অপরাধীদের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ ছিল এবং হামলার পর বন্দুকধারীরা ইউক্রেনেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।


অন্যদিকে, বৃহস্পতিবার (২৮ মার্চ) রুশ তদন্তকারীরা জানিয়েছেন, তারা কনসার্ট হলে চালানো হামলায় বন্দুকধারীদের সঙ্গে ইউক্রেইনীয়দের যুক্ত থাকার প্রমাণ পেয়েছেন। তবে রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com