শিরোনাম
বিশ্বের শীর্ষ ধনী তালিকায় ২০০ ধাপ পতন ট্রাম্পের
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৮:৩৮
বিশ্বের শীর্ষ ধনী তালিকায় ২০০ ধাপ পতন ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বের দুই হাজার বিলিয়নেয়ারকে পেছনে ফেলে আবারও ফর্বস ম্যাগাজিনের ''বিশ্বের শীর্ষ ধনী'' তালিকার শীর্ষে উঠে গেলেন মাইক্রসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এ নিয়ে টানা চারবার তালিকার শীর্ষে থাকলেন গেটস। এ ছাড়া তিনি গত ২৩ বছরের মধ্যে ১৮ বার বিশ্বের শীর্ষ ধনী হন। অপরদিকে তালিকায় আগের চাইতে দুই শ' ধাপেরও বেশি নিচে নেমে গেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


বিল গেটসের সম্পদের পরিমাণ ৮৬ বিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হয়।


তালিকার প্রথম ১০ জনের বেশিরভাগই আমেরিকান এবং তাদেরও বেশিরভাগই প্রযুক্তি খাতের ব্যবসায়ী।


এবারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়ারেন বাফেট। তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ৭৫.৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরও তাঁর ছিল ১৪.৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ এবং তিনি নিজ সম্পদের ৯৯%ই দান করে দেয়ার ওয়াদা করেছেন।


শীর্ষ ১০-এ অন্য যারা আছেন তাঁরা হলেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেযোস (২৭.৬ বিলিয়ন মার্কিন ডলার) তৃতীয়, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবারগ পঞ্চম এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন সপ্তম।


ফর্বস জানায়, বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা গত বছরের চাইতে ১৩% বেড়ে রেকর্ডসংখ্যক ২,০৪৩ জনে পৌঁছেছে।


ম্যাগাজিনটি আরো জানায়, বিলিয়নেয়ারের সংখ্যা সবচাইতে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে; ৫৬৫ জন। এর পরই রয়েছে চীন। ওই দেশে বিলিয়নেয়ারের সংখ্যা ৩১৯ জন। জার্মানিতে আছে ১১৪ জন।


নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের তালিকা থেকে২২০ ধাপ নেমে এবার হয়েছেন ৫৪৪তম। তার সম্পদ কমেছে এক বিলিয়ন ডলারের মতো। এর মধ্যে ৬৬ মিলিয়ন ডলার গেছে তাঁর নির্বাচনী কাজে। সূত্র : এএফপি


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com