শিরোনাম
ইউক্রেনের অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৮:৪১
ইউক্রেনের অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখান থেকে প্রায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। খারকিভ শহরের পাশেই বালাকলিয়ার এই অস্ত্রের গুদামটি রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি থেকে ১০০ কিলোমিটার দুরত্বে অবস্থিত।


বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে রাশিয়া সীমান্তের কাছাকাছি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এ শহরটির অস্ত্র গুদামে আগুন লাগে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দূর থেকে ভয়াবহ আগুন ও ধোঁয়া অনেক উপরে উঠতে দেখা গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।


অগ্নিকাণ্ডে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে গোটা এলাকা। অস্ত্রাগারের পাশ্ববর্তী ১০ কিলোমিটার এলাকা খালি করা হয়েছে। উদ্ধারকর্মীরা শহর ও পার্শ্ববর্তী গ্রাম থেকে সব মানুষ সরিয়ে নিয়েছে।


মিলিটারি সূত্রে জানা যায়, গুদামটি ৩৫০ হেক্টরেরও বেশি জায়গাজুড়ে অবস্থিত। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী স্টেপ্যান পলতোরাক।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com